রাশিয়ার রাজধানী মস্কোর বিমানবন্দরে ক্রিমিয়াগামী একটি বিমানে উঠতে লাইনে দাঁড়ানো এক ব্যক্তিকে নগ্ন অবস্থায় দেখা যায়। নিরাপত্তা তল্লাশি এড়ানোর জন্যই এমনটাই করেছেন বলে মনে করছেন নিরাপত্তাকর্মীরা। পরে এর একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
শনিবার মস্কোর দমোদেদোভো বিমানবন্দরে এ ঘটনাটি ঘটেছে। বিমানের টিকিট কাটতে লাইনে নগ্ন অবস্থায় দাঁড়ালে পুলিশ তাকে গ্রেফতার করে।
আটক ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ ধারণা করছে, সেই ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ বছর আর তিনি মূলত সাইবেরিয়ার বাসিন্দা। তল্লাশি এড়ানোর জন্য তিনি নগ্ন হন বলে ধারণা পুলিশের।
সিসিটিভি ক্যামেরাতে ধারণ হওয়া দৃশ্যে দেখা যায়, একজন ব্যক্তি সেই লাইনে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছেন। তিনি অন্য যাত্রীদের মতোই স্বাভাবিকভাবে বিমান ওঠার জন্য অপেক্ষা করছিলেন। তবে এটা স্পষ্ট হওয়া যায়নি তিনি কেন নগ্ন হয়েছিলেন।
বিমানবন্দরে প্রবেশ করা থেকে শুরু করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার সময় তাকে একবারো অস্বাভাবিক মনে হয়নি। বিমানবন্দরে থাকা অন্য যাত্রীরাও তার দিকে খুব একটা মনোযোগ দেননি। তাছাড়া তিনি তার গোপানাঙ্গ হাত দিয়ে ঢেকে রেখেছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন