প্রত্যর্পণ আইন সংশোধনকে কেন্দ্র করে পার্লামেন্টে মারামারিতে জড়িয়েছেন হংকংয়ের আইনপ্রণেতারা। শনিবারের (১১ মে) এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর রয়টাস'র।
হংকংয়ের বাসিন্দাদের কারো নামে চীনের মূল ভূখণ্ড কিংবা ম্যাকাও বা তাইওয়ানে মামলা হলে অভিযুক্তকে সেখানে পাঠানোর বিধান রেখে আইনে পরিবর্তনের প্রস্তাব করা হয়। এরপর পার্লামেন্টে মাইক্রোফোনের দখল নিয়ে হাতাহাতি ও মারামারিতে জড়ায় দু'পক্ষ। এক পর্যায়ে গণতন্ত্রপন্থী আইনপ্রণেতা গ্যারি ফেন মাটিতে পড়ে যান। পরে তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল