সৌদি আরবের শিয়া অধ্যুষিত এলাকা আল কাতিফে নিরাপত্তা বাহিনীর অভিযানে আট জঙ্গি নিহত হয়েছে। নিহত জঙ্গিদের লক্ষ্য ছিল বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অফিস এবং অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানে হামলার প্রস্তুতি ও পরিকল্পনা।
শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে দেশটির পূর্বাঞ্চলীয় শহর কাতিফের তারুত এলাকায় একটি আস্তানা ঘেরাও করে জঙ্গিদের আত্মসমর্পণ করতে আহ্বান জানায় পুলিশ। এসময় জঙ্গিরা পুলিশের আহ্বানে সাড়া না দিয়ে গুলি ছুঁড়ে করে। এসময় দু’পক্ষে বন্দুকযুদ্ধে আট জঙ্গি নিহত হয়।
জানা যায়, সৌদি আইন-শৃঙ্খলা বাহিনী একটি নবগঠিত জঙ্গি বাহিনীর সন্ধান পায়। যাদের লক্ষ্য ছিল বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অফিস এবং অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানে হামলা করা। পরে তাদের আস্তানা খুঁজে বের করে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় সৌদি সরকারের পক্ষ থেকে আবারো সবাইকে আইন-শৃঙ্খলা পরিপন্থি কাজ থেকে বিরত থাকার জন্য সচেষ্ট হতে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন