সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’র তাণ্ডবে বিধ্বস্ত হয় ভারতের গোটা উড়িষ্যা রাজ্য। রাজ্যের নানান অঞ্চলে ক্ষয়ক্ষতির ছাপ স্পষ্ট। ফণীর ফণা থেকে বাঁচতে পারেনি জগন্নাথ দেবের পুরীও। মানুষজন এবং উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চল ফণীতে ক্ষতিগ্রস্ত হলেও তবে লাভ হয়েছে চিল্কা হ্রদের। উড়িষ্যায় ফণী তাণ্ডব দেখানোর পর উন্মুক্ত হয়ে গেছে চিল্কা হ্রদের আরও চারটি মুখ।
এশিয়ার সর্ববৃহৎ এই লবণাক্ত হ্রদের যে চারটি দ্বার খুলে গেছে সেগুলোর সবই বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত। লবণ বাড়ার কারণে চিল্কা হ্রদের এহেন প্রভাব মাপজোপ করে দেখছেন চিল্কা উন্নয়ন পরিষদের কর্মকর্তারা। এই ফণী ঝড়ের আগে বঙ্গোপসাগরের দিকে মাত্র দুটি মুখ খোলা ছিল চিল্কার।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/কালাম