কঠোর নিরাপত্তার মধ্যে রবিবার ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এই পর্বে ভারতের সাত রাজ্যের ৫৯ টি আসনে এই পর্বে ভোট গ্রহণ চলছে। এগুলো হল উত্তরপ্রদেশের (১৪), হরিয়ানা (১০), পশ্চিমবঙ্গ (৮), বিহার (৮), মধ্যপ্রদেশ (৮), দিল্লি (৭) এবং ঝাড়খন্ড (৪) টি আসন।
এরই মধ্যে হেলিকপ্টার মিস্ত্রি হিসেবে রাহুল গান্ধীর ছবি ভাইরাল হয়েছে। নির্বাচনী প্রচারে বেরিয়ে হিমাচল প্রদেশের উনায় নিজের হেলিকপ্টারে কিছু মেরামতির চেষ্টা চালাচ্ছেন- এমনই ছবি শুক্রবার শেয়ার করেন রাহুল।
ক্যাপশনে তিনি লিখেছেন, হেলিকপ্টারে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয়, কিন্তু ‘ভালো টিমওয়ার্ক’র দৌলতে মিটেও যায় সেই সমস্যা।
ভাগ্যিস গুরুতর কিছু ছিল না! ভালো টিমওয়ার্কের অর্থ হলো, সবাই মিলে হাত লাগাও!’ ইন্সটাগ্রামে ছবিটি ইতিমধ্যে কয়েক লাখ লাইক পড়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ