আফগানিস্তানে গুলি করে হত্যা করা হল এক নারী সাংবাদিককে। গতকাল শনিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে দেশটির রাজধানি শহর কাবুলে। নিহত ওই সাংবাদিকের নাম মীনা মঙ্গল।
তিনি আফগানিস্তানের একাধিক সংবাদ মাধ্যমে কাজ করেছেন। তিনি আফগানিস্তানের শীর্ষস্তরের তিনটি টেলিভিশন চ্যানেলের সঞ্চালিকার কাজ করেছেন। বর্তমানে সাংবাদিকতার পাশাপাশি আফগানিস্তান প্রশাসনের হয়েও কাজ করছিলেন তিনি। আফগান সাংসদের সাংস্কৃতিক বিষয়ক দফতরের উপদেষ্টা ছিলেন তিনি।
খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। হামলাকারী ব্যক্তিদের চিহ্নিত করা যায়নি। সকল ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
বিডি-প্রতিদিন/তাফসীর