আন্তর্জাতিক চাপের মুখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বাধ্য হলো পাকিস্তান। গত শুক্রবার ইমরান খান সরকার ১১টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ভারতবিদ্বেষী হাফিজ সাঈদ ও মাসুদ আজহারের সঙ্গে সম্পর্ক রয়েছে ওই ১১টি সংগঠনের।
খবর অনুযায়ী, ২৬/১১ মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সাঈদের জামাত-উদ-দাওয়া ও দাতব্য সংস্থা ফালাহ-ই-ইনসানিয়ত ফাউন্ডেশন ছাড়াও মাসুদ আজহারের জইশ-ই-মোহম্মদের সঙ্গে ওই ১১টি সংগঠনের যোগাযোগ রয়েছে। যে কারণে সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্প্রতি মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দেওয়ায় তার সংগঠন জইশ-ই-মোহম্মদকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয় পাকিস্তান সরকার। হাফিজ সাঈদের দু'টি সংগঠনকে তারও আগে নিষিদ্ধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/তাফসীর