সামনের চাকা ছাড়াই বিমানের জরুরি অবতরণ করিয়েছেন মিয়ানমারের এক পাইলট। ল্যান্ডিং গিয়ার কাজ না করায় ওই পাইলট এ সিদ্ধান্ত নেন। এতে অবশ্য কোনও হতাহতের ঘটনা ঘটেনি। খবর বিবিসি'র।
খবরে বলা হয়, দ্য মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি মান্দালায় বিমানবন্দরে আছড়ে পড়ে। এতে সব মিলিয়ে ৮৯ জন আরোহী ছিল। আছড়ে পড়ার পরও এদের কেউই হতাহত হননি।
এর আগে ল্যান্ডিং গিয়ার নেমেছে কিনা তা ট্রাফিক কন্ট্রোলারদের মাধ্যমে নিশ্চিত হতে আকাশে দুবার চক্কর দেন বিমানটির ক্যাপ্টেন মিয়াত মু অং।
এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি ইয়াংগুন থেকে মান্দালায়ের উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু মান্দালায়ে অবতরণের আগে ল্যান্ডিং গিয়ার নামাতে ব্যর্থ হন পাইলট। এরপর তিনি জরুরি অবতরণ পদ্ধতি অবলম্বন করেন। এজন্য প্লেনের বাড়তি জ্বালানি শেষ করে সেটা হালকা করেন।
বিডি প্রতিদিন/হিমেল