গোটা ভারতজুড়ে নির্বাচন চলছে। ভোট চলছে কাশ্মীরেও। গোটা ভারতবাসী যখন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসবে মেতে, তখন এরই মাঝে বিস্ফোরক দাবি উঠলো পাকিস্তানের কাছে থেকে।
কাশ্মীরে গণভোটের দাবি জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। পাকিস্তান সংসদের কাশ্মীর বিষয়ক কমিটিতে তিনি বলেন, কাশ্মীরী জনগণের মতামতের ভিত্তিতে ওই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। আর সে জন্যে কাশ্মীরের মানুষকে গণভোটে অংশ নেওয়ারও কথা বলেন তিনি। আর তার এই মন্তব্য ঘিরেই তীব্র জল্পনা তৈরি হয়েছে।
পাকিস্তানি বিদেশমন্ত্রীর আরও দাবি, ভারতীয় দখলদারিত্ব ও বর্বরতার বিরুদ্ধে কাশ্মীরীদের যে স্বাধীনতা আন্দোলন চলছে তার প্রতি ইসলামাবাদের সমর্থন অব্যাহত থাকবে। শুধু তাই নয়, বিশ্বের সব ফোরামেই কাশ্মীর ইস্যুকে জোরালোভাবে তুলে ধরা হবে।
পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি আরও বলেন, কাশ্মীরে প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে নয়াদিল্লি। তার অভিযোগ, ভারত নাকি শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর সমস্যা সমাধানে রাজি নয়। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দাবিদার ভারত ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করছে।
বিডি-প্রতিদিন/তাফসীর