তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ইসরায়েলি একজন মন্ত্রী। রবিবার তিনি বলেন, ইরান ইসরায়েলে সরাসরি বা প্রক্সি হামলা চালাতে পারে।
বর্তমানে পরমাণু ইস্যুতে মুখোমুখি দাঁড়িয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তাদের পরমাণু কর্মসূচি বাদ দিয়ে আলোচনার আহ্বান জানান। এসময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে সামরিক শক্তি প্রয়োগের কথাও তুলে ধরেন।
ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিটজ বলেছেন, উপসাগরীয় অঞ্চলে ‘উত্তেজনা বাড়ছে।’
ইসরায়েলি টেলিভিশন ওয়াইনেট টিভিকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য স্টেইনিটজ বলেন, যদি ইরান ও যুক্তরাষ্ট্র, ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোন লড়াই বাঁধে তাহলে তারা হেজবুল্লাহকে এবং গাজায় ইসলামিক জিহাদকে সক্রিয় করতে পারে; এমনকি ইরান থেকে ইসরায়েলে মিসাইলও ছোড়া হতে পারে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ