বিশ্বের জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষায় প্যারিসের পর্যটনকেন্দ্র ট্রকাডেরোতে সিঁড়ির ধাপে নকল রক্তে ছড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদীরা। তারা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে এই প্রতিবন্ধকতা তৈরি করেছে।
পরিবেশবাদী আন্দোলনের সদস্যরা আইফেল টাওয়ারের বিপরীত দিকে সিঁড়ির ধাপগুলোতে প্রায় ৩০০ লিটার নকল রক্ত ছড়িয়ে দেয়। বিক্ষোভকারীদের একটি অংশ ব্যানার উঁচু করে ধরে রাখে এবং কয়েক মিনিট নিরবতা পালন করে। এরপর তারা সিড়ির ধাপগুলো থেকে রক্তের মতো তরল পদার্থগুলো (নকল রক্ত) পরিষ্কার করতে শুরু করে। খাবারের রং এবং চালের গুঁড়া দিয়ে এই কৃত্রিম রক্ত তৈরি করা হয়েছিল।
এদিকে, গত সপ্তাহে জাতিসংঘ সতর্ক করে বলেছিল, পৃথিবীর আট মিলিয়ন প্রজাতির মধ্যে এক মিলিয়ন প্রজাতি বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার