সম্প্রতি অনলাইনে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, মা হীরাবেনের পা ছুঁয়ে নমস্কার করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাও তার ছেলের মাথায় আশীর্বাদের হাত বুলিয়ে দিচ্ছেন। আর ওপরে ঝুলানো রয়েছে জওহরলাল নেহরুর ছবি। এমনই একটি ছবি পোস্ট করা হয়েছিল ‘আই সাপোর্ট পুণ্য প্রসূন বাজপায়ী’ নামে একটি ফেসবুক পেজ থেকে।
ছবিটি পোস্ট করেছিলেন সমীর কুমার নামের এক ব্যক্তি। ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'হীরাবেনের ঘরে নেহরুর ছবি। সাহেব সমালোচনা করলেও নেহরুকে তাঁর বাড়িতে রাখেন।'
বাস্তবতা হলো, মোদির বাড়িতে জওহরলাল নেহরুর কোনো ছবি নেই। ডিজিটাল কারসাজি করে অন্য একটি ফটোফ্রেমের জায়গায় নেহরুর ছবি বসানো হয়েছে। বিশ্লেষকরা ছবিটি পর্যবেক্ষণ করে এবং গুগলের সহায়তায় জানিয়েছেন, আদতে সেখানে রাধা এবং কৃষ্ণের একটি ছবি রয়েছে।
গুগলে সহজ রিভার্স পদ্ধতিতে সার্চ করলেই আসল ছবিটির সন্ধান মিলবে। গুগল সার্চে কিছুদিন আগেই টুইটারে সংবাদ সংস্থা এএনআই-এর পোস্ট করা আসল ছবিটি ধরা দেবে। ২৩ এপ্রিল ছবিটি তোলা হয়েছিল আমদাবাদে নরেন্দ্র মোদির ভোট দিতে যাওয়ার কিছুক্ষণ আগে। সূত্র: এই সময়।
বিডি প্রতিদিন/এ মজুমদার