রাতে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করায় কর্তব্যরত এক পুলিশকে বেধড়ক পেটালো কয়েকজন মাতাল যুবক। রবিবার রাতে ভারতের কলকাতায় এমন ঘটনা ঘটেছে। ইতিমধ্যে অভিযুক্ত যুবকদের আটক করা হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
জানা যায়, রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় গাড়ি আটকায় এক কর্তব্যরত পুলিশ। গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেয় অভিযুক্তরা। এরপর শুরু হয় হাতাহাতি। অভিযুক্তরা কর্তব্যরত ওই ট্রাফিক সার্জেন্টকে ধাক্কাধাক্কি করে। আঘাত করার চেষ্টা করে তাকে। এরপর ঘটনাস্থলে আসে আরও একটি গাড়ি। সেখান থেকে আরও দুই যুবক পুলিশকে বেধড়ক পেটায় বলে অভিযোগ পাওয়া গেছে।
তপসিয়া থানা থেকে আরও ফোর্স সেখানে যায়। ওই চার যুবককে গ্রেফতার করা হয়। সোমবার অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হবে বলে খবরে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার