ভয়াবহ খরার কবলে পড়েছে উত্তর কোরিয়া। গত ৩৭ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ খরা মোকাবেলা করতে হচ্ছে দেশটিকে।
এ ব্যাপারে এনকে নিউজের অলিভার হোথাম বিবিসিকে বলেছেন, ‘পরিস্থিতি কতোটা বাজে তা এখনো স্পষ্ট নয়, যেখানে উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সব ধরণের তথ্য একেবারে কমই স্বচ্ছ।’
তবে তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়ার সরকারি তথ্য যদি সঠিক হয় তাহলে তাদের গবষেকদের পরামর্শ হচ্ছে খাদ্যঘাটতি পূরণের জন্য দেশটিকে ১৫ লাখ মেট্টিক টন খাদ্যশস্য আমদানি করতে হবে।
এদিকে, শস্যের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ইতোমধ্যে জনগণকে ‘লড়াইয়ের’ আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এর আগে জাতিসংঘ জানিয়েছিল, প্রায় এক কোটি উত্তর কোরীয়র জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন। চলতি বছর উত্তর কোরিয়ার নাগরিকদের প্রতিদিন মাত্র ৩০০ গ্রাম খাদ্য খেয়ে জীবনধারণ করতে হচ্ছে বলে সংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয়েছিল।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ