ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তরাখণ্ড। পরপর দুইবার এই কম্পন অনুভূত হয়েছে।
এই কম্পনের ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দুটি জায়গাতেই কম্পনের তীব্রতা কম ছিল।
জানা গেছে, শনিবার ভোর রাতে উত্তরাখণ্ডের চামোলিতে কম্পন অনুভূত হয়।
আবহওয়া দফতর জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৯।
এর আগে, শুক্রবার মাঝরাতে মৃদু কম্পন অনুভূত হয় নিকোবর দ্বীপপুঞ্জেও। রাত ১২ টা ৩৫ মিনিটে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৪.৯। দুটি ক্ষেত্রেই কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/কালাম