অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল ও ন্যাশনাল পার্টি জোট দেশটির ৪৬তম ফেডারেল নির্বাচনে জয়ে পেয়েছে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো জয় পেলো তারা।
শনিবার (১৮ মে) স্থানীয় সময় সকালে ভোট শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। এরপর শুরু হয় গণনা। পরে পূর্ণ ফলাফল প্রকাশের আগেই জানা যায়, জয় নিশ্চিত, এমন ভোটে এগিয়ে গেছে ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী জোট। ৭০ শতাংশের কিছু বেশি ভোট গণনার পরই নিশ্চিত হয়ে যায় বর্তমান সরকারই জয় পেয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার