ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুতি বলেছেন, সৌদি আরবের সঙ্গে চলমান যুদ্ধের মধ্য দিয়ে তার দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সম্পদশালী দেশগুলোর মোকাবেলা করছে।
ইয়েমেনের আল-মাসিরাহ নেটওয়ার্কের খবরে আরও বলা হয়েছে তিনি বলেন, তার দেশ সব পর্যায়ে আগ্রাসনের মোকাবেলা করবে। পাশাপাশি ইয়েমেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলোর কঠোর নিন্দা করেন তিনি। তিনি বলেন, লড়াইরত দেশগুলো দাবি করছে যে তারা ইয়েমেনের মানুষের স্বাধীনতা চাইছে তাদের এ দাবি যদি সত্য হয় তবে তারা দেশটিকে ভাগ করতে এবং দেশটির মানুষকে হত্যা করার পথ বেছে নিতো না।
সৌদি আরবসহ আঞ্চলিক কয়েকটি দেশ ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে এক তরফা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইয়েমেনের বিরুদ্ধে অসম এ লড়াইয়ে সৌদি আরব ও তার মিত্রদের সহায়তা দিচ্ছে পশ্চিমা কয়েকটি দেশ।
বিডি প্রতিদিন/আরাফাত