যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার একটি স্পোর্টস বারে গুলিতে দুই জন নিহত ও আরও আট জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে হামলার এ ঘটনা ঘটে। হামলার পর থেকেই ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মার্কিন পুলিশ।
জানা যায়, এ ঘটনায় ১০ জন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু ঘটে। ক্লাবটিতে থাকা অপর এক ব্যক্তি পালাতে গিয়ে পড়ে আহত হন। আহতদের মধ্যে চার জনের অবস্থা সঙ্কটজনক। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই বন্দুক হামলায় হতাহতদের নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তদন্তকারীরা এক সন্দেহভাজন সম্পর্কে বেশকিছু তথ্য পেয়েছেন। কিন্তু এই হামলায় জড়িত থাকার দায়ে এখনও কোনও সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়নি। সূত্র : সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক