ইসলামি প্রজাতন্ত্র ইরান পারস্য উপসাগরীয় সব দেশের বন্ধু বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী বিজান জাঙ্গানে। রাশিয়ার রাজধানী মস্কোতে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সম্মেলনের অবকাশে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন। বিজান জাঙ্গানে আরও বলেছেন, পারস্য উপসাগরীয় কোনো দেশকে ইরান শত্রু বলে মনে করে না, এসব দেশেরও উচিৎ ইরানকে একইভাবে গণ্য করা।
তিনি বলেন, ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোকে নিয়ে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। বিজান জাঙ্গানে বলেন, এই অঞ্চলের নিরাপত্তার জন্য বাইরের দেশগুলোর সহযোগিতার কোনো প্রয়োজন নেই। বাইরের দেশগুলো এসে এই অঞ্চলে নানা ধরনের বিরোধ সৃষ্টি করছে বলে তিনি জানান।
ইরানের তেলমন্ত্রী বলেন, আমেরিকার স্বৈরাচারী মনোভাব গোটা বিশ্বকেই হুমকির মুখে ঠেলে দিয়েছে। এ কারণে ইউরোপীয় দেশগুলোও আমেরিকার এ ধরণের আচরণের বিরোধী। তিনি গ্যাস রপ্তানিকারক দেশগুলোর মধ্যেও সহযোগিতা জোরদারের আহ্বান জানান। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক