বালাকোট এয়ার স্ট্রাইকের পর নানা মহল থেকে নানা রকমের প্রশ্ন আসতে শুরু হয়েছিল। অনেকেই প্রশ্ন তুলছিলেন, আদৌ এই ধরনের কোনও স্ট্রাইক হয়েছে কিনা? কেউ প্রশ্ন তুলছিলেন, যদি স্ট্রাইক হয়ে থাকে তাহলে বিমান বাহিনী নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে পেরেছে কিনা?
এয়ার স্ট্রাইকে পাকিস্তানের আদৌ কোনও ক্ষয়ক্ষতি কিনা বা কোনও জঙ্গির মৃত্যু হয়েছে কিনা এমন হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল ভারতীয় বিমান বাহিনীকে। এবার সেই সব প্রশ্নের উত্তর দিতে একটি প্রোমোশোনাল ভিডিও প্রকাশ করল ভারতীয় বিমান বাহিনী।
গতকাল শুক্রবার বার্ষিক বিমান বাহিনী দিবস উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেই বৈঠকে গত একবছরে ভারতীয় বিমান বাহিনীর যাবতীয় সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়। তখনই বালাকোট এয়ার স্ট্রাইককে অন্যতম সেরা সাফল্য হিসেবে বর্ণনা করেন ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া।
তিনি বলেন, বিমান সেনারা গতবছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। এর মধ্যেই রয়েছে ২৬ ফেব্রুয়ারি বালাকোটে সফলভাবে জঙ্গি নিধন। এই ভিডিও দেশের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। একই ভাবে ঐতিহাসিক দলিল হিসেবেও থেকে যাবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার প্রত্যুত্তরে, ফেব্রুয়ারির ২৬ তারিখ পাকিস্তানের অন্দরে সন্ত্রাসদমন অভিযান চালায় ভারতীয় বিমান বাহিনী। ভারত দাবি করে, বিমান হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় বালাকোটসহ আরও কয়েকটি এলাকার জঙ্গি ঘাঁটি। পাক অধ্যুষিত কাশ্মীরের বালাকোটে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। ওই দিন ভোররাতে ওই এলাকার জঙ্গিঘাঁটিগুলোর উপর আঘাত হানে ১২টি মিরাজ ২০০০ বোমারু বিমান। তাতে জইশ-ই-মোহম্মদের বেশ কিছু ঘাঁটি ধ্বংস এবং জঙ্গিদের প্রাণহানি হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ