ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের সাবেক রাজধানী আহমেদাবাদে। শহরের আমরাইওয়ারি অঞ্চলে একটি বহুতল ভবনে বাস করতেন মমতা রথি নামে ৩০ বছর বয়সী এক নারী। তিনি ঝাঁপ দিলেন ওই ভবনের ১৩ তলা থেকে। সোজা গিয়ে পড়লেন পথচারী এক বৃদ্ধের ওপর। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের দুজনের।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ। এমনই দুর্ভাগ্য তার, ঠিক ওইসময় তিনি ওই বহুতলের নিচ দিয়ে যাচ্ছিলেন। সে সময়ই ঝাঁপ দিয়েছিলেন ওই নারী। সোজা গিয়ে পড়েন ওই বৃদ্ধের ঘাড়ে। ঘটনায় মৃত্যু হয় দু’জনেরই।
নিহত বৃদ্ধের নাম বালুভাই গামিত, সাবেক স্কুল শিক্ষক। তিনিও ওই এলাকায় থাকতেন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন ওই নারী। যদিও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তার ঘর থেকে।
বিডি প্রতিদিন/কালাম