মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের দিকে অগ্রসর হচ্ছেন। এবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের ৩০ দিনের মধ্যেই স্বাস্থ্য বীমার নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে পারবে এমন প্রমাণ দেখাতে ব্যর্থ হলে অভিবাসীদের ভিসা দেওয়া হবে না।
শুক্রবার এই বিষয়ে একটি ঘোষণাপত্রে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যম হোয়াইট হাউসের বরাতে এমন তথ্য জানিয়েছে।
আগামী ৩ নভেম্বর থেকে আইনটি কার্যকর হবে বলে ঘোষণাপত্রে বলা হয়েছে। তবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে বসবাস করা অভিবাসীরা এই আইনের বাইরে থাকবে। এছাড়া আশ্রয়প্রার্থী, শরণার্থী ও ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে স্বাস্থ্য বীমা করার প্রয়োজন নেই। তবে তাদের স্বজনদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসা বিল পরিশোধ করতে হবে।
শুক্রবার স্বাস্থ্য বীমার ঘোষণাপত্রটিতে সইয়ের মধ্য দিয়ে অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের দিকে এক ধাপ এগিয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট- এমটিই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার