ইউক্রেনে একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। বিমানটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ বিমানবন্দরের কাছে শুক্রবার (৪ অক্টোবর) সকালে বিধ্বস্ত হয়।
পণ্য সরবরাহে অ্যান্তোনোভ-১২ নামের সামরিক বিমানটি ব্যবহৃত হতো। ইউক্রেন এয়ার অ্যালাইয়ান্সের ওই বিমানটির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় এটি বিমানবন্দরে অবতরণের আগেই বিধ্বস্ত হয়। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দেশটির আঞ্চলিক জরুরি সেবা বিভাগ থেকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার