একটি বাচ্চা হাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে আরো পাঁচটি বড় হাতি। থাইল্যান্ডের খাও ইয়াই ন্যাশনাল পার্কে শনিবার এ মর্মান্তিক ঘটনায় সব মিলিয়ে ছয়টি হাতির মর্মান্তিক মৃত্যু হয়। তবে ওই ঘটনায় বেঁচে গেছে দু'টি হাতি।
ঘটনার পর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুপুর তিনটার দিকে একদল হাতির সড়ক অবরোধ দেখে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান মৃত বাচ্চা হাতিটির কাছেই আরও পাঁচটি মরদেহ পড়ে রয়েছে। আর দুটি হাতি ঝর্ণার কিনারায় আটকে ছিল। কর্মকর্তারা ওই দিকে উদ্ধার করেন। তারা জানান, মূলত ছোট হাতিটিকে বাঁচাতে গিয়েই একে একে প্রাণ হারিয়েছে আরো পাঁচটি বড় হাতির।
বিডি প্রতিদিন/এ মজুমদার