ইচ্ছা ছিল শ্বশুরের জন্মদিনে তাকে চমক দেওয়ার। কিন্তু তা আর হল না হতভাগা জামাইয়ের। জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের শ্বশুরের গুলিতে প্রাণ গেল জামাইয়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুদূর মার্কিন মুলুকের ফ্লোরিডা শহরে।
জানা গেছে, ওই ফ্লোরিডা শহরের বাসিন্দা শ্বশুর রিচার্ড ডেনিস। শুক্রবার ছিল তার ৬১তম জন্ম দিন। শ্বশুরের জন্মদিনে তাকে বিশেষ শুভেচ্ছা জানাতে নরওয়ে থেকে ছুটে এসেছিলেন জামাই ক্রিস্তেফার বারগান। জামাইয়ের ইচ্ছা ছিল শ্বশুরকে ‘সারপ্রাইজ’ দেওয়া। সেই মতো শ্বশুরবাড়ির দরজায় হাজিরও হয়েছিল জামাই। কিন্তু ঘরে না ঢুকে শ্বশুরবাড়ির দরজায় টোকা দিয়ে পাশেই ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে জামাই বারগান। টোকা দেওয়ার শব্দ শুনে দরজা খুলে চমকে যান শ্বশুর। কিন্তু হতভাগা জামাইয়ের কপাল খারাপ। চমকে গিয়ে জামাইকে গুলিই করে বসলেন শ্বশুর রিচার্ড।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যায় প্রতিবেশী এক আত্মীয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ছিলেন শ্বশুর রিচার্ড। দরজা ধাক্কা দিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ায় প্রতিবেশী ভেবে ভুলবশত জামাইকেই গুলি করে বসেন ওই বৃদ্ধ। ঘটনাটি অনিচ্ছাকৃত ভুলের জন্য অভিযুক্ত শ্বশুরকে আইনি ঘেরাটোপ থেকে এযাত্রায় নিষ্কৃতি দেয় পুলিশ। সূত্র : ওয়াশিংটন পোস্ট।
বিডি-প্রতিদিন/শফিক