ফের উত্তপ্ত হয়ে ওঠেছে কাশ্মীর পরিস্থিতি। নিয়ন্ত্রণরেখায় দু'দেশের সেনাদের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনায় মুখোমুখি অবস্থানে রয়েছে ভারত-পাকিস্তান। শুক্রবার ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার গুলপুরের লাইন অব কন্ট্রোলে হামলা করে পাকিস্তানি রেঞ্জার্সরা। আচমকা এই হামলায় নিহত হন দু’জন ভারতীয় সেনা, আহত আরও দুইজন।
এসময় ভারতীয় পোস্ট লক্ষ্য করে মর্টার-হামলা চালানো হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকাল ১১টায় পুঞ্চ জেলার গুলপুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে বিনা প্ররোচনায় মর্টার-হামলা করে পাকিস্তানি সেনা। এই হামলায় দু’জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার পুলিশ-জঙ্গি লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা। জম্মু ও কাশ্মীরের অবন্তিপুরাতে এক হিজবুল জঙ্গি নিহত হয়। উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে অস্ত্র। ২০১৯ সালের আগস্টে কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যহার করেছে কেন্দ্র। উপত্যকায় মোতায়েন করা আছে রয়েছে প্রচুর সেনা। তারই মধ্যে বেশ কয়েকবার জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলছে সেনাবাহিনীর।
বিডি-প্রতিদিন/শফিক