পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার এক মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মাগরিবের নামাজ চলাকালীন ওই মসজিদে বোমা বিস্ফোরণ হয়। খবর দ্য ডনের।
এতে ঐ মসজিদের ইমাম ও একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাসহ ১৫ জন নিহত হন। এছাড়া এতে আহত হয়েছেন আরও অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) মিডিয়া উইং এক টুইট বার্তায় জানায়, বেলুস্তানের নিরাপত্তা বাহিনী ঘটনা স্থলে পৌঁছেছে এবং পুলিশের সঙ্গে একযোগে অভিযান শুরু করেছে। এই হামলা দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।
বিডি-প্রতিদিন/শফিক