ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) এর সমর্থনে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে জনসমাবেশ ও মিছিল হয়েছে। যুক্তরাষ্ট্রের সিয়াটল ও আটলান্টা শহরে সিএএ-র সমর্থনে সমাবেশ করেছে ভারতীয় প্রবাসীরা। একই ধরনের সমাবেশ হয়েছে ব্রিটেনেও। নিউজ এইটিন এর টুইটার অ্যাকাউন্টে সমাবেশের একটি ভিডিও সম্প্রতি পোস্ট করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, লন্ডনের সংসদ ভবনের সামনে ওই জনসমাবেশে ভারতীয় প্রবাসীরা সিএএর সমর্থনে স্লোগান দিচ্ছেন। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড। বিজেপি চ্যাপ্টার এ জনসমাবেশের আয়োজন করে।
প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন। এ আইনের ফলে ভারতে নাগরিকত্ব লাভে অগ্রাধিকার পাবেন অমুসলিমরা।
বিডি প্রতিদিন/ফারজানা