চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আতঙ্ক থেকে অনেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে, শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ প্লেন। উহান থেকে প্রায় ৩৭০ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনতেই এই বিশেষ বিমানটি পাঠিয়েছিল ভারত সরকার।
কিন্তু এই বিশেষ প্লেনে ঠাই হয়নি দুই ভারতীয়র। জানা গেছে, এই দুই জনেরই জ্বর থাকায় তাদের প্লেন ওঠার অনুমতি দেওয়া হয়নি।
এক যাত্রী জানিয়েছেন, দু’জনের মধ্যে একজনের টেম্পারেচার ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেডের আসপাশে ছিল এবং অন্য জনের জ্বর ওঠানামা করছিল। এই পুরুষ ও মহিলাকে উহানেই আলাদা করে রেখে পরীক্ষা করা হবে। দেখা হবে তাদের মধ্যে করোনাভাইরাসের কোনও লক্ষণ আছে কি না।
উহানের বিভিন্ন জায়গা থেকে বাসে করে এই সব ভারতীয়কে বিমানবন্দরে নমিয়ে যাওয়া হয় শুক্রবার বিকেলে। প্লেন উঠতে দেওয়ার আগে প্রত্যেককে পরীক্ষা করে দেখা হয়, তাদের মধ্যে করোনাভাইরাসের কোনও লক্ষণ আছে কি না। শনিবার বিকেলেই পাঠানো হবে দ্বিতীয় প্লেন। হুবেই প্রদেশে যে সব ভারতীয়রা আটকে আছেন, তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এই সব ভারতীয়কে অন্তত ১৫ দিন আলাদা ভাবে রেখে ডাক্তারি পরীক্ষা চালানো হবে।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/ ওয়াসিফ