চীনে প্রথম ধরা পড়লেও নোভেল করোনাভাইরাসের আতঙ্ক বিদ্যুৎগতিতে সারা বিশ্বকে গ্রাস করেছে। চীন সরকার গতকাল শনিবার জানিয়েছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫৯ জন। ১১,৭৯১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশিরভাগ মৃত্যুই হয়েছে হুবেই প্রদেশে। একথা জানানো হয়েছে চীনের স্বাস্থ্য মন্ত্রালয় সূত্রে।
জানা গেছে, ১৭,৮৮৮ জনকে এই ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি করা হলেও তাদের মধ্যে ২৪৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। চীনের মূল ভূখণ্ড, হংকং, ম্যাকাও, তাইওয়ান মিলিয়ে ৩১টি প্রদেশে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। মহামারি ঠেকাতে সিপিসি একটি দল গঠন করেছে বলে ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এদিকে, গতকাল শনিবার থেকে চীনে তাদের বিমান পরিষেবা স্থগিত করে দিয়েছে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, ভিয়েতনাম। অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র চীন থেকে আসা যে কোনও বিদেশি নাগরিকের তাদের দেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে সাময়িকভাবে। যুক্তরাষ্ট্রের ৬ জনের শরীরে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। অ্যাপল চীনের মূল ভূখণ্ডে অবস্থিত তাদের যাবতীয় বিপণি ও কার্যালয় আগামী ৯ তারিখ পর্যন্ত বন্ধ করে দিয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ