করোনাভাইরাসের আক্রমণের প্রেক্ষাপটে চীনের পুঁজিবাজারে ধস নেমেছে। চীনা নতুন বছর উদ্যাপনের দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসেই পুঁজিবাজারে এ ধস লক্ষ করা গেছে বলে সোমবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। জানা গেছে, প্রথম কার্যদিবস সোমবার সাংহাই কম্পোজিটের সূচক নেমেছে নয় শতাংশ। দিনের শুরুতেই শেনঝেন কম্পোনেন্ট সূচক কমেছিল নয় শতাংশ। বর্তমানে দুটি সূচকই আগের চেয়ে সাত শতাংশেরও বেশি নিচে রয়েছে।
নতুন চন্দ্রবছরের জন্য ২৪ জানুয়ারি থেকে বন্ধ ছিল সাংহাই ও শেনঝেন স্টক এক্সচেঞ্জ। ছুটির পর প্রথম কার্যদিবসে এ দুটি স্টক এক্সচেঞ্জসহ অন্য পুঁজিবাজারেও সূচক নিম্নমুখী। করোনাভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়েছে পুঁজিবাজারেও। এ পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।
পুঁজিবাজার স্থিতিশীল রাখতে বাজারে অর্থের প্রবাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। ২ ফেব্রুয়ারি দ্য পিপলস ব্যাংক অব চায়না জানিয়েছে, বাজারে নতুন করে এক দশমিক দুই ট্রিলিয়ন ইউয়ান বা ১৭৩ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ অর্থ যোগ করা হবে। পুঁজিবাজারে লেনদেন ও অর্থের তারল্য ঠিক রাখতে এ পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ব্যাংক।
বিডি প্রতিদিন/আল আমীন