ভয়াবহ রূপ নিয়েছে করোনাভাইরাস। বাড়ছে মৃত্যুর সংখ্যা। চীনে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬০ জনে। এদিকে, আদা চা পানে, ইয়োগা বা ধ্যান করলে করোনাভাইরাস থেকে মুক্তি মেলে! এমন গুজব ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাতে। এনিয়ে সেখানকার চিকিৎসকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
এ ব্যাপারে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, 'মিরাকল কিউর' নামে একধরনের গুজব দেশটির সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেক ব্যবহারকারী এমন গুজবে পোস্ট করছেন। কেউ লিখেছেন, করোনাভাইরাস থেকে মুক্তির সেরা নিরাময় হচ্ছে আদা চা পান করা। সকালে এবং রাতে এক কাপ করে আদা চান পানে করোনা ভাইরাস থেকে মুক্তি মেলে।
এছাড়া আরেক ব্যবহারকারী করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য যোগব্যায়াম করার পরামর্শ দিয়েছে।
এমন গুজবে আরব আমিরাতের চিকিৎসকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন আদা চা পানে, ইয়োগা বা ধ্যান করলে করোনাভাইরাস থেকে মুক্তি মেলে এর কোন ভিত্তি নেই।
দেশটির মানখুলের অস্টার হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণ বিভাগের চেয়ারপারসন বনেসা বারিক এমন ভুয়া খবর বিশ্বাস করতে নিষেধ করেছেন।
সূত্র: খালিজ টাইমস
বিডি প্রতিদিন/ ওয়াসিফ