লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, স্বীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কোনো জায়গা হবে না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে বলেন, এটি বাতিল এবং কোনোভাবেই সফল হবে না।
শেখ নাঈম কাসেম বলেন, কথিত শান্তি পরিকল্পনা ব্যর্থ হবে এটি ডোনাল্ড ট্রাম্প জানেন। তারপরেও তিনি এটি প্রকাশ করেছেন শুধুমাত্র তার নির্বাচনী প্রচারণার স্বার্থে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যাতে আসন্ন সংসদ নির্বাচনে অধিকৃত ফিলিস্তিনের ভেতরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের কাছ থেকে আরো বেশি ভোট পান সেজন্য।
হিজবুল্লাহ নেতা বলেন, ফিলিস্তিনের পুরো জাতি এবং এ অঞ্চলের প্রতিরোধ আন্দোলনগুলো সম্মিলিতভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না; ইসরায়েলকে আর নতুন কোনো ভূখণ্ড দখল করার সুযোগ দেবে না।
শেখ নাঈম কাসেম বলেন, আল-কুদস বা জেরুজালেম শহরকে রাজধানী করেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে তবে এজন্য কিছু ত্যাগ এবং সময় প্রয়োজন।
বিডি প্রতিদিন/আরাফাত