করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় নির্দিষ্ট ছুটির পরও শিক্ষা-প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম শুরু হয়নি চীনে। তবে অনলাইনে শিক্ষার্থীদের পড়াচ্ছেন শিক্ষকরা। চীনের আনহুই প্রদেশের শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ক্লাসে অংশ নিচ্ছেন এবং বাসায় পড়াশুনা চালিয়ে যাচ্ছেন। খবর সিনহুয়ার।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ৪২৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২০ হাজারের বেশি মানুষ। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে। চীনের বাইরে ২০টির বেশি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস।
বিডি প্রতিদিন/ফারজানা