পশ্চিম কেনিয়ার কাকামেগা শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন ও আরো ৩৯ শিক্ষার্থী আহত হয়েছে। স্থানীয় সময় সোমাবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীর
সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
জানা গেছে, শিক্ষার্থীরা আতংকিত হয়ে শ্রেণিকক্ষ থেকে দ্রুত বের হওয়ার সময় পদদলিত হওয়ার ঘটনা ঘটে । তবে কেন শিক্ষার্থীরা আতংকিত ছিল সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ