দু'টি চেকপোস্ট বাদ দিয়ে চীনের মূল ভূখণ্ড থেকে হংকং প্রবেশের সব রাস্তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্যারি ল্যামের প্রশাসন। কিন্তু তাতেও বিক্ষোভ কমছে না হংকংয়ে। এবার চীনের মূল ভূখণ্ড থেকে গোটা হংকংকে বিচ্ছিন্ন করার দাবিতে ধর্মঘট শুরু করেছেন এখানকার চিকিৎসা কর্মীদের একাংশ। প্রাথমিক ভাবে স্বাস্থ্যকর্মীরা ধর্মঘটে শামিল হলেও তাদের দাবি মানা না-হলে খুব শিগগিরই চিকিৎসক ও নার্সেরাও এতে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে কর্মী সংগঠন।
করোনাভাইরাসের আতঙ্কে এখন কাঁপছে গোটা হংকং। এর আগে সার্স-ভাইরাসে তিনশোরও বেশি হংকংবাসীর প্রাণ কেড়েছিল। তাই এবার আগেভাগেই সতর্ক হতে চাইছেন শহরবাসী। চিকিৎসা কর্মীদের দাবি, চীনের মূল খণ্ডের সঙ্গে হংকংয়ের সংযোগরক্ষাকারী সব চেকপয়েন্টগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে হবে। কিন্তু বেজিংপন্থী প্রশাসক ল্যামের দাবি, এতে হংকংয়ের ব্যাপক আর্থিক ক্ষতি হবে। গত বছর টানা ছয় মাস চীনবিরোধী বিক্ষোভের জেরে এমনিতেই হংকংয়ের আর্থিক অবস্থা ভালো নয়।
এর মধ্যে চীনের সঙ্গে সব যোগাযোগ বন্ধ হলে তা বিপর্যয় ডেকে আনবে বলে জানান ল্যাম। তাছাড়া, নীতিগত ভাবেও চীনের সঙ্গে সব সংযোগ ছিন্ন করতে রাজি নন তিনি। তবে তার এই সিদ্ধান্তে ল্যাম-ঘনিষ্ঠরাও ক্ষুব্ধ।
বিডি প্রতিদিন/আরাফাত