ভারতের গুজরাটে বিয়ের আগে বর-কনের বাবা মা একে অপরকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চলতি বছরের শুরুতে দেশটিতে ব্যাপক শোরগোল হয়। এতে করে ঐ বর কনের বিয়ে ভেঙে যায়। নতুন খবর, পালিয়ে যাওয়ার পর বাড়িতে ফিরে আসলে ফের পালিয়েছে ওই বর কনের বাবা মা।
রবিবার ওই দুই পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া ঐ দুই পরিবারের বিভিন্ন সূত্র জানিয়েছে, তারা সুরাটে এক ভাড়া বাসায় থাকছেন।
হিমাত পাণ্ডব যিনি বরের বাবা (৪৬) ও শোভহানা রাভাল ( ৪৩, কনের মা) তাদের ছেলে মেয়ের বিয়ের ঠিক কয়েক সপ্তাহ আগে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার দুই সপ্তাহ পর তারা ফিরে আসে। এরপর গত শনিবার তারা ফের পালিয়েছে।
তবে প্রথমবার পালিয়ে যাওয়া পর দুই পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের মামলা করা হলেও এবার তারা কোন অভিযোগ করেনি।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কলেজ জীবনে তারুণ্যের দিনগুলোতে ওই বরের বাবা ও কনের মায়ের মধ্যে প্রেম ছিল। এর জেরেই দু’জনেই একে অন্যের হাতে হাত রেখে পালিয়ে যান।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ