সুইজারল্যান্ডের জেনেভায় গত সোমবার সীমান্তে সন্ত্রাসবাদ ও মানুষের নিরাপত্তা বিষয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সেমিনার আয়োজনে সহযোগিতা দিয়েছে নেদারল্যান্ড ভিত্তিক থিং ট্যাংক ইন্টারন্যাশনাল সেন্টার ফর কাউন্টার টেরোরিজমসহ (আইসিসিটি) কয়েকটি এনজিও।
সেমিনারে রাজনৈতিক বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা 'প্রভাব খাটানোর অস্ত্র হিসেবে সন্ত্রাসবাদ'কে ব্যবহার করায় ইসলামাবাদের কঠোর নিন্দা করেন। পাকিস্তানের এমন নীতির কারণে আফগানিস্তান ও ভারত ক্ষতিগ্রস্থ হচ্ছে বলেও সেমিনারে দাবি করা হয়।
সেমিনারে আন্তঃসীমান্ত ও বিশ্বের জাতিগুলোর মধ্যে সন্ত্রাসবাদ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা