জুলিয়ান অ্যাসাঞ্জ, উইকিলিকসের প্রতিষ্ঠাতা। তিনি বিশ্বব্যাপী আলোচিত বিভিন্ন বিতর্কিত তথ্য প্রকাশের মাধ্যমে। এর জেরেই তাকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে বন্দিদশায় কাটাতে হয় দীর্ঘ কয়েক বছর।
সেখানে আটকা পড়ে থাকা অবস্থায় দুই সন্তানের বাবা হয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। খবর ডেইলি মেইলের।
প্রতিবেদনে বলা হয়, তার এক সন্তানের বয়স দুই বছর এবং অন্যজনের এক বছর।
৪৮ বছর বয়সী জুলিয়ান অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ার নাগরিক। তার দুই ছেলের জন্ম দিয়েছেন আফ্রিকায় জন্ম নেওয়া নারী আইনজীবী স্টেলা মরিস। ওই নারী জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবীদের একজন।
স্টেলা মরিস জানান, অ্যাসাঞ্জের সঙ্গে প্রথমে তার প্রেম হয়। পরে তারা বিয়ের পরিকল্পনা করেন। ২০১৭ সালে তারা একে অপরের ঘনিষ্ঠ হন।
লন্ডনের কারাগারে বর্তমানে আটকে আছেন অ্যাসাঞ্জ। আর তার বিরুদ্ধে আছে যুক্তরাষ্ট্র। মরিস মনে করছেন, অ্যাসাঞ্জের জীবন ঝুঁকির মধ্যে আছে। সে কারণে দুই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে বিষয়টি তিনি সবাইকে জানালেন।
সেই সঙ্গে অ্যাসাঞ্জের জামিন চেয়েছেন তিনি। করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। যদিও গত মাসে তার জামিন আবেদন নাকচ করে দিয়ে বিচারক বলেছেন, অ্যাসাঞ্জের কোনো ঝুঁকি নেই।
স্টেলা মরিসের দাবির পক্ষে সমর্থন দিয়ে উইকিলিকস এক টুইটে জানিয়েছে, জুলিয়ান অ্যাসাঞ্জের পার্টনার এবং দুই সন্তানের মা যুক্তরাজ্য সরকারকে অনুরোধ করেছেন, অ্যাসাঞ্জ এবং ঝুঁকিতে থাকা বন্দিদের করোনাভাইরাসের বিষয়টি বিবেচনা করে কারাগার থেকে ছেড়ে দিতে।
বিডি প্রতিদিন/কালাম