৭ জুলাই, ২০২০ ১৩:১২

বাড়ছে করোনার সংক্রমণ, দুই রাজ্যের সীমান্ত বন্ধ করছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

বাড়ছে করোনার সংক্রমণ, দুই রাজ্যের সীমান্ত বন্ধ করছে অস্ট্রেলিয়া

বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। অস্ট্রেলিয়াতেও ক্রমশই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মেলবোর্নে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পর তা ঠেকাতে ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসের মধ্যবর্তী সীমান্ত বন্ধ করছে অস্ট্রেলিয়া। আজ মঙ্গলবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য এ সীমান্ত বন্ধ করা হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রশাসনিক প্রধানের যৌথ সিদ্ধান্তে এ সীমান্ত বন্ধ হচ্ছে বলে গতকাল সোমবার জানান ভিক্টোরিয়া রাজ্যের প্রশাসনিক প্রধান ড্যানিয়াল এন্ড্রুজ। 

তিনি বলেন, পূর্বসতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে এ উদ্যোগ কাজে আসবে বলেই তিনি মনে করেন।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১মিনিটে সীমান্ত বন্ধ করা হবে বলে জানানো হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর