উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। চলছে পাল্টাপাল্টি হুমকি। সম্প্রতি লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত চীনা সেনাদের শেষকৃত্য করেনি বেইজিং।
মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়, নিহত চীনা সেনাদের শেষকৃত্য না করার জন্য শি জিনপিং সরকার তাদের পরিবারদের চাপ দিচ্ছে।
রিপোর্টে বলা হয়, ১৫ জুন রাতে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে অন্তত ৩৫ জন চীনা সেনার মৃত্যু হয়। স্থানীয় ব্যাটালিয়ন কমান্ডারসহ কিছু সেনার মৃত্যুর খবর মেনে নিলেও বেইজিংয়ের পক্ষে নিহতদের সংখ্যা জানানো হয়নি এখনও।
তবে ভারত তাদের নিহত ২০ সেনার শেষকৃত্য করে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
বিডি প্রতিদিন/ ওয়াসিফ