৬ আগস্ট, ২০২০ ১২:৩৩

‘আয়রন ডোম’র সমর্থনে মার্কিন কার্গো বিমান ইসরায়েলে

অনলাইন ডেস্ক

‘আয়রন ডোম’র সমর্থনে মার্কিন কার্গো বিমান ইসরায়েলে

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বসানোর কাজে সমর্থন দিতে মার্কিন আর্মি ফিউচারস কমান্ডের একটি কার্গো বিমান ইসরায়েলে গেছে।

গত সোমবার সন্ধ্যায় ইসরায়েলের বেনগুইরোন আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যান্টোনভ এএন-২২৫ বিমানটি অবতরণ করে। বিমানে বেশকিছু ট্রাক আনা হয়েছে যাতে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হবে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন সেনাদেরকে ব্যাপকভিত্তিক ক্ষেপণাস্ত্র ও বিমান হুমকি থেকে রক্ষা করবে।

গত বছর ইসরায়েলের কাছ থেকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুটি ব্যাটারি কেনে আমেরিকা। এরপর আমেরিকার এই কার্গো বিমান ইসরায়েলে গেল।

আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি কেনার পর ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, আমেরিকার পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত ইসরায়েলের জন্য বিশাল অর্জন এবং এর মাধ্যমে ইসরায়েল ও আমেরিকার মধ্যকার সুন্দর বন্ধুত্বের প্রমাণ পাওয়া যাচ্ছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর