আগামী ৫ বছরের মধ্যে ভারতেই ৩.৭ লাখ মোবাইল ফোন তৈরির পরিকল্পনা করছে স্যামসাং। সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এ তথ্য জানিয়েছে।
ভারতের আইটি এবং ইলেক্ট্রনিকস মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে এই বিষয়ে আলোচনা শুরু করে দিয়েছেন স্যামসাং। তবে এই বিষয়ে এখনো কোনও মন্তব্য করেনি স্যামসাং।
প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং ১৫ হাজার বা তার বেশি দামের মোবাইল তৈরি করার প্রস্তুতি নিচ্ছে এবং এই খাতে খরচ করবে ২.২ লাখ কোটি টাকা। প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমের অধীনে এই প্রকল্প শুরু করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, আগামী পাঁচ বছরে ৩.৭ লাখ কোটি টাকার মোবাইল ফোন বানানোর পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। এর মধ্যে ২.২ লাখ কোটি টাকার মোবাইল ফোন তৈরি হবে পিএলআই প্রকল্পের অধীনে।
বিডি প্রতিদিন/ফারজানা