ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের চুক্তি নিয়ে সরগরম মধ্যপ্রাচ্যের রাজনীতি। আরব পিস ইনিশিয়েটিভের ভিত্তিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্কে জড়াতে পারে সৌদি আরবও। আর এতেই স্পষ্ট হচ্ছে যে ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক ভালো হচ্ছে ধীরে ধীরে। খবর ওয়ান ইন্ডিয়ার।
গণমাধ্যমটি বলছে, তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান মুসলিম বিশ্বের খালিফা বা প্রধান ব্যক্তি হতে চাইছেন। এই লক্ষ্যে তিনি ওআইসি-র সমন্তরাল একটি গোষ্ঠী তৈরি করতে চাইছেন। পাকিস্তান তাতে তুরস্কের সঙ্গে রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় সংযুক্ত আরব আমিরাতের সাথে ইহুদিবাদী ইসরায়েল সম্পর্ক স্থাপন করলেও স্বার্থের বাইরে না গিয়ে এরই মধ্যে বিরোধিতা করেছে। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে স্টেলথ এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন এই বিবেচনার বিরোধিতার কথা জানিয়েছে ইসরায়েল। খবর রয়টার্স ও ভয়েস অব আমেরিকার।
বলা হচ্ছে, আমিরাতের কাছে অত্যাধুনিক এই অস্ত্র বিক্রি হোক, চাচ্ছেন না অবৈধ রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গত সপ্তাহে দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের ঘোষণা দিয়েছে ইসরাইল ও আমিরাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তারা নতুন সম্পর্ক গড়ার ঘোষণা দেয়।
বিডি-প্রতিদিন/শফিক