নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু'টি মসজিদে গত বছরের মার্চে বন্দুকধারীর গুলিতে ৫১ জন নিহত ও ৪০ জন আহত হন। সে ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন হ্যারিসন টরেন্টের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। খবর স্টাফ এর।
তবে ওই হামলায় ভুক্তভোগী ১৩ জন নিউজিল্যান্ড সীমান্তে গিয়েও রায় শুনতে পারলেন না। কারণ, তারা আইসোলেশন ও কোয়ারেন্টিনে আছেন। ভুক্তভোগীদের পক্ষে একজন জানান, চারজন কোয়ারেন্টিনে রয়েছেন। কারণ, তাদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন।
অন্য নয়জন দেরিতে নিউজিল্যান্ড সীমান্তে পৌঁছার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে আছেন। সে কারণে তারা আর উপস্থিত হয়ে রায় শুনতে পারলেন না।
ওই ১৩ জনই নিউজিল্যান্ডের নাগরিক। ভিকটিম সাপোর্ট তাদের তাদের আসার খরচ বহন করেছে। সেখানে উপস্থিত হতে না পারা ব্যক্তিদের এজন হলেন বাংলাদেশি সাজেদা আখতারের স্বামী মো. মাসুদ।
বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। জানা গেছে, মোট ৫৭ জনকে নিউজিল্যান্ডকে প্রবেশ করতে সহায়তা করেছে ভিকটিম সাপোর্ট। শুধু রায় শোনানোর জন্য তাদের বিভিন্ন দেশ থেকে একত্রিত করার চষ্টো করেছে তারা।
বিডি-প্রতিদিন/শফিক