জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনাদের ভারি গোলাবর্ষণে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এর জেরে কাশ্মীর সীমান্তে রাতভর পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্তান টাইমস'র।
খবরে বলা হয়, গত পাঁচ দিনে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের চতুর্থ ঘটনা এটি। ভারতের প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, জম্মু অঞ্চলের রাজৌরি ও পুঞ্চের দুটি জেলায় এলওসির পাশে দুটি সেক্টরে পাকিস্তানি সেনারা গুলি ও মর্টার হামলা চালায়।
অন্যান্য ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিনা প্ররোচনায় রাজৌরির নৌশেরা সেক্টরেও গোলাবর্ষণ করে পাকিস্তান। তার জেরে এক জেসিও প্রাণ হারান। এই ঘটনার পর ভারতও পাল্টা গোলাবর্ষণ শুরু করে। তবে এ ঘটনার বিস্তারিত জানা যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল