জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে যা করছে চীন, তা প্রায় গণহত্যা। আন্তর্জাতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও' ব্রায়েন একথা বলেন।
তিনি বলেন, উইঘুর নারীদের মাথা মুড়িয়ে, সেই চুল দিয়ে নানা পণ্য তৈরি করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে চীন। গণহত্যা যদি নাও হয়ে থাকে, তাহলেও একে গণহত্যারই সমান বলা যায়।
চীনের উত্তর-পশ্চিমে জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের চীনা প্রশাসনের বহু তথ্যই সামনে এসেছে বিগত কয়েকবছরে। শোনা গেছে, লাখ লাখ উইঘুর মুসলিম ডিটেনশন ক্যাম্পে বন্দি। যদিও চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।
রবার্ট ও' ব্রায়েন জানান, সম্প্রতি চীনের জিনজিয়াং থেকে আসা বহু পণ্য আটক করে মার্কিন শুল্ক ও সীমান্ত নিরাপত্তা দপ্তর। মানুষের মাথার চুল দিয়ে সেইসব পণ্য তৈরি করা হয়েছে।
এর আগেও মার্কিন বিদেশ সচিব চীন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছিলেন, উইঘুরদের বন্দি করে নির্বীজকরণ, গর্ভপাত এবং পরিবার সঙ্কোচনে বাধ্য করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ