আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। শনিবার ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানালেন, লাদাখে ভারত-চীন সেনা সমাবেশের দিকে সতর্ক নজর রাখছে আমেরিকা। তারা চায় না, সেখানে উত্তেজনা আরও বৃদ্ধি পাক।
আমেরিকা জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে ভারতের নৌ সেনার উপস্থিতিতে তারা খুশি। হিমালয়ে অথবা সমুদ্রে, চীন যেখানেই আগ্রাসী ভূমিকা নেবে, তাকে ঠেকাতে হবে। সেজন্য সমমনস্ক দেশগুলির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে আমেরিকা।
অনলাইন প্রেস বিবৃতিতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কেবল দক্ষিণ চীন সমুদ্রে নয়, সামগ্রিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের সঙ্গে নানা বিষয়ে সহযোগিতা বাড়ানোর জন্য আমাদের আলোচনা চলছে।
চীনের কঠোর সমালোচনা করে মার্কিন মুখপাত্র বলেন, হিমালয় থেকে দক্ষিণ চীন সমুদ্র পর্যন্ত সামগ্রিকভাবে ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন আগ্রাসী মনোভাব নিয়ে চলছে। ফলে ভারতের সঙ্গে সহযোগিতা করে চলা আমাদের পক্ষে আরও প্রয়োজনীয় হয়ে পড়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন