লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সমুদ্রসীমা নিয়ে ইসরায়েলের সঙ্গে যে পারোক্ষ আলোচনা হচ্ছে সে ব্যাপারে প্রেসিডেন্ট মিশেল আউনের ব্যস্থাপনার প্রতি তার সংগঠনের সম্পূর্ণ আস্থা রয়েছে।
সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরুর পর এই প্রথম হাসান নাসরুল্লাহ এ ইস্যুতে বক্তব্য দিলেন। সমুদ্রসীমার আলোচনা শেষ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির মধ্য দিয়ে শেষ হবে বলে অনেকে যে অভিযোগ করছেন তাকে ভিত্তিহীন বলে নাকচ করে দেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, এই ধরনের লক্ষ্য হিজবুল্লাহ কিংবা আমাল মুভমেন্টের জন্য অবান্তর চিন্তা।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, মিশেল আউনের ব্যবস্থাপনার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি লেবাননের অধিকার সংরক্ষণের ব্যাপারে অত্যন্ত দৃঢ়চেতা একজন ব্যক্তি।
নাসরুল্লাহ আরো বলেন, সমুদ্রসীমা অথবা স্থলসীমা নির্ধারণের ব্যাপারে যে আলোচনা চলছে সে ব্যাপারে হিজবুল্লাহ কখনো হস্তক্ষেপ করবে না।
বিডি প্রতিদিন/আরাফাত