ভারতের পশ্চিমবঙ্গে একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরে একটি প্লাস্টিক কারখানায় জোরদার বিস্ফোরণের শব্দে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। হতাহতের মধ্যে কারখানার একাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে ফরেন্সিক দল।
মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ওই কারখানায় প্লাস্টিক, লোহা ও পিতল পুনর্ব্যবহারযোগ্য করে তোলার জন্য প্রক্রিয়াকরণের কাজ হতো। কারখানার ভিতরে কোনও যন্ত্র বিকল হওয়ার ফলেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ২০ জন শ্রমিকের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত